Wellcome to National Portal
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, মানিকগঞ্জ।

১।            মানব সম্মদ উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানঃ

  • জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম কর্মসূচীর আওতায় ৩মাস মেয়াদী প্রতি ব্যাচে ২০ জন করে ৫টি ট্রেডে ১০০ জন মহিলাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • মহিলাদের দক্ষতা বৃদ্ধি কার্যক্রম (আইজিএ) প্রকল্পের অধীনে কম্পিউটার সার্ভিসিং ট্রেডে ৬ মাস মেয়াদী প্রতি ব্যাচে ৩০ জন মহিলাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (উপজেলা পর্যায়ে) ঃ উপজেলা মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয়, শিবালয় ও সাটুরিয়া, মানিকগঞ্জ এ  ১ বৎসর মেয়াদী আধুনিক দর্জি বিজ্ঞান ট্রেডে প্রতি ব্যাচে ৩০ জন করে প্রশিক্ষণ প্রদান করা হয়।

২।            দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিঃ

  • মহিলাদের আত্মকর্মসংস্থান  সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচীর  আওতায় এ পর্যন্ত ……… জন মহিলাকে ………………. টাকা ঋণ প্রদান করা হয়েছে। বিতরণকৃত ঋণ আদায়ের হার……………%।

৩।           আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষাঃ

  • দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (  ভিজিডি)।
  • মাতত্বকাল ভাতা প্রদান কর্মসচি
  • ল্যাকটেটিং মাদার ভাতা প্রদান কর্মসূচি

৪।            নারী ও শিশু নির্যাতন প্রতিরোধঃ

  • জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, (সভাপতি জেলা প্রশাসক)
  • উপজেলা  নারী ও শিশু নির্যতান প্রতিরোধ (উপজেলা নির্বাহী অফিসার)।
  • ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ  কমিট ( ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান)।

৫।           সচেতনতা বৃদ্ধিঃ

                দিবস উদযাপনঃ আন্তর্জাতিক ও জাতীয় দিবস

  • আন্তর্জাতিক নারী  দিবস (৮ মার্চ)
  • বিশ্ব শিশু দিবস (      )
  • বিশ্ব মা দিবস
  • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (১০ ডিসেম্বর হতে ২৫ ডিসেম্বর)
  • বেগম রোকেয়া দিবস ( ৯ ডিসেম্বর)
  • জাতীয় শিশু কন্যা দিবস
  • ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস
  • ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস
  • ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস
  • ১৭ মার্চ জাতীয় শিশু দিবস
  • উঠান বৈঠক/সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম।

৬।           জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচিঃ

  • জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচির আওতায় বিভাগ, জেলা ও উপজেলো পর্যায়ে ৫টি ক্যাটগরীতে ৫ জন জয়িতাকে প্রতি বছর ০৯ ডিসেম্বর সম্মাননা প্রদান করা হয়।

৭।            স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সংগঠন ও রেজিষ্ট্রেশনঃ

  • মানিকগঞ্জ সদর উপজেলায় এ পর্যন্ত………টি রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রয়েছে। এর মধ্যে সক্রিয় ৫১টি, নিষ্ক্রিয় ৪৯টি।
  • ২০১৭-২০১৮ অর্থ বছরের বিতরণকৃত অনুদানের পরিমাণ…………….. টাকা।




৮।

  • মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান কর্মসূচির আওতায় ৫টি এবং প্রকল্পের অধীনে ১টি মোট ৫টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে।
  • ইউনিয়ন পর্যায়ে ভিজিডি কার্যক্রম চলমান
  • ইউনিয়ন পর্যায়ে মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি চলমান
  • পৌরসভা পর্যায়ে কর্মজীবি মহিলাদের ল্যাকটেটেং মাদার ভাতা প্রদান কর্মসূচি।