Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
সেবার তালিকা
বিস্তারিত

সেবাসমূহঃ

৬টি গুচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রমঃ

১।  আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষঃ

          (ক) ভিজিডি কর্মসূচি

          (খ) মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসুচি

          (গ) কর্মজীবি ল্যাকলেটিং মাদার সহায়তা তহবিল

‘         (ঘ) স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, নিয়ন্ত্রণ ও অনুদান বিতরণ

          (ঙ) জয়িতা অন্বেষণে বাংলাদেশ।

২।  মানব সম্পদ উন্নয়ন ও আত্ম কর্মসংস্থানঃ

          (ক) জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান

          (খ) উপজেলা পর্যায়ে মহিলাদের আয়-বর্ধক প্রশিক্ষণ প্রদান

          (গ) জেলা পর্যায়ে কম্পিউটার রিপিয়ারিং ও সার্ভিসিং প্রশিক্ষণ প্রদান।

৩।  দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিঃ

          (ক) মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান

৪।  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমঃ

          (ক) প্রতি বুধবার নির্যাতিতা নারীদের অভিযোগের গণশুনানী গ্রহণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

          (খ) উপজেলা ও জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি

          (গ) অভিযোগ সমূহের তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ।

৫। প্রাতিষ্ঠানিক সুবিধা ও সেবা প্রদানঃ

          (ক) কর্মজীবি মহিলাদের জন্য হোস্টে

          (খ) কর্মজীবি মহিলাদের শিশুদের জন্য ডে-কেয়ার।

৬।  সচেতনতা বৃদ্ধি ও জেণ্ডার সমতামূলক কার্যক্রমঃ

          (ক) দিবস উদযাপন

          (খ) মহিলা সমাবেশ ও উঠান বৈঠক

          (গ) সমাজের ইতিবাচক পরিবর্তে কিশোর কিশোরীদের ক্ষমতায়ন

          (ঘ) জেন্ডার সংবেদনশীল কার্যক্রম।

 

 

সেবাসমূহঃ

১।  নির্যাতিতা নারী ও শিশুদের অভিযোগের শুনানী গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

২।  নির্যাতিতা নারীদের অভিযোগের তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ।

৩।  বাল্য বিবাহ প্রতিরোধ

৪।  প্রশিক্ষণ প্রদান

৫। ক্ষুদ্র ঋণ প্রদান

৬। সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম

৭। নির্যাতিতা নারীদের মনো সামাজিক কাউন্সিলিং

৮। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী নির্বাচন ও প্রশিক্ষণ প্রদান।

৯। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্য প্রদান

১০। মহিলা সমিতি নিবন্ধন।