উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, কতৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি
(ক) ল্যাকটিটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচিঃ
(১) পৌরসভার ওয়ার্ড পর্যায় হতে আবেদনপত্র গ্রহণ ও বাছাই
(২) জেলা কমিটি কর্তৃক তালিকা চূড়ান্ত
(৩) অন লাইনে ডাটা এন্টি
(৪) চক্র সমাপ্ত ।
(খ) মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচিঃ
(১) ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই।
(২) উপজেলা পর্যায়ে তালিকা চূড়ান্তকরণ
(৩) চূড়ান্ত তালিকা অন লাইনে আপলোড
(৪) উপকারভোগীদের অনলাইনে ডাটা এন্টি
(৫) উপকারভোগীদের ব্যক্তিগত হিসাবে EFT মাধ্যমে টাকা প্রেরণ
(৬) চক্র শেষ।
(গ) ভিজিডিঃ
(১) ইউনিয়ন পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ
(২) ইউনিয়ন কমিটি কর্তৃক প্রাথমিক তালিকা প্রণয়ন
(৩) উপজেলা কমিটি কর্তৃক তালিকা চূড়ান্তকরণ
(৪) চূড়ান্ত তালিকা অনলাইন আপলোড
(৫) প্রতিমাসে ৩০ কেজি করে ২৪ মাস খাদ্য সহায়তা প্রদান
(৬) চক্র শেষ।
(ঘ) ক্ষুদ্র ঋণ প্রদান কার্যক্রমঃ
(১) আবেদনপত্র গ্রহণ
(২) আবেদনপত্র অনুমোদন
(৩) মাঠ পর্যায়ে প্রকল্প পরিদর্শন
(৪) উপজেলা কমিটি কর্তৃক তালিকা চূড়ান্ত অনুমোদন
(৫) কমিটির সভাপতি কর্তৃক চেক বিতরণ
(৬) ঋণ আদায়
(৭) পূনঃ বিতরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস